বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তাজমহলে বহিরাগতদের জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৯, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। প্রতিদিন ভারত এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দর্শণার্থীরা তাজমহল পরিদর্শন করতে যান। তবে এখানে বেড়াতে আসা পর্যটকদের জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সুপ্রিম কোর্ট।

বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের সমন্বয়ে গঠিত এক বেঞ্চে এ সংক্রান্ত এক শুনানিতে বলা হয়, আগ্রার প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই বহাল থাকবে। এই সৌধের বদলে লোকজন অন্য কোনও মসজিদে গিয়ে নমাজ পড়তে পারেন। কিন্তু এখানে নামাজ পড়া যাবে না।

চলতি বছরের ২৪ জানুয়ারি আগ্রা শহরের অতিরিক্ত জেলা প্রশাসক এক নির্দেশিকা জারি করে বলেন, যারা আগ্রার বাসিন্দা নন, নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের শুক্রবারের প্রার্থনার জন্য তাজমহলের মধ্যে থাকা মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাজমহল মসজিদ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেইন জৈদী। তিনি বলেন, সারা বছর ধরেই পর্যটকরা তাজমহলে যান। তাই অতিরিক্ত জেলা প্রশাসক যে নির্দেশ দিয়েছেন সেটা বেআইনি ও বিধিবহির্ভূত।

তবে বিচারপতিরা বলেছেন, নামাজের জন্য তাদের কেন তাজমহলেই যেতে হবে? আরও অনেক মসজিদ আছে। সেখানে গিয়েও নামাজ পড়া যায়।

আর পড়তে পারেন