রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে চুরি-ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারায় গ্রামবাসী

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০২৩
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাসে সাম্প্রতিক সময়ে বেড়েছে চোর-ডাকাতের উপদ্রব। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে। যদিও এসব ঘটনার পর চোর-ডাকাতদের আটক করেছে পুলিশ। কিন্তু প্রয়োজনের তুলনায় পুলিশ সদস্য সংখ্যা কম থাকায় এসব ঘটনা প্রতিরোধে পুলিশ হিমশিম খাচ্ছে।

তাই চুরি-ডাকাতি ঠেকাতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস এর পরামর্শে এবং গ্রামবাসীর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দেওয়া শুরু করেছেন এলাকাবাসী। এছাড়াও রাত ১০ টার পর বাহিরে আড্ডা, ঘুরাফেরা করা নিষেধ করেছে এবং অপরিচিত ও সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে আটকে থানার ওসি ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে জানাচ্ছেন গ্রামবাসী।

গত শুক্রবার রাত থেকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে নয়াকান্দি ও দুখিয়ারকান্দি গ্রামে ও শনিবার রাত থেকে ভিটিকান্দি ১, ২, ৩নং ওয়ার্ডে পাহারা শুরু হয়। এছাড়াও কড়িকান্দি, মজিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামেও রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী।

নারান্দিয়া ইউপি সদস্য মোঃ ওসমান খান বলেন, প্রতিদিন আলাদা গ্রুপের মাধ্যমে পাহারার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। একজন টিম লিডারসহ ৭-১০ জনের একটি করে দল পাহারা দিচ্ছে। পাহারাদারদের কাছে থানার ওসি ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তার নম্বর দেওয়া হয়েছে। কারও চলাফেরায় সন্দেহ হলে তাকে আটকে পুলিশে খবর দেওয়ার জন্য বলা হয়েছে।

এবিষয়ে সচেতনতার বার্তা দিয়ে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, সম্প্রতি চুরি, ডাকাতির বিষয়ে আতঙ্কিত ও গুজব না ছড়িয়ে পুলিশের পাশাপাশি নিজেদের সম্পদ রক্ষায় নিজেরা সচেষ্ট থাকতে হবে। কারন থানায় প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা কম। তাই চুরি-ডাকাতি প্রতিরোধে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামবাসীর উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। পাহারার কারণে চোর যদি ঢুকতেই না পারে, তাহলে চুরিও হবে না, আর চোর ঢুকলেও বের হতে পারবে না। এ ছাড়া গ্রামবাসীর পাশাপাশি পুলিশের টহল টিম রয়েছে। আশা করি খুব তারাতাড়ি পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসব।

আর পড়তে পারেন