রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে মাদকবিরোধী কর্মশালার মঞ্চে মাদকসেবী, অনুপস্থিত প্রধান অতিথি

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৭, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসন কর্তৃক মাদকরিবোধী কর্মশালায় চিহিৃত ইয়াবা সেবনকারী এবং তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকিরকে মঞ্চে বসানোর কারণে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সেলিনা আহমাদ মেরী অনুষ্ঠান বয়কট করেছেন বলে জানা গেছে।

সোমবার (২৭ জুন) চলমান এ কর্মশালায় চিহ্নিত ইয়াবাসেবী (গণমাধ্যমে প্রকাশিত) ফরহাদ আহমেদ ফকিরকে কিভাবে উপজেলা প্রসাশন মঞ্চে বসালো তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা।

একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীও মাদকসেবীকে মঞ্চে ঠাঁই দেয়ার কারণে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে থাকার কথা থাকলেও তিনি সেখানে যাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,টি,এম মোর্শেদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভুইয়া।

উল্লেখ্য, গত ২০২০ সালের ১০ আগস্ট তিতাসে ছাত্রলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকিরের মাদক সেবনের ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে সামাজিক মাধ্যমে তখন বিতর্ক শুরু হয়। এমনকি এ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল তার উপজেলা পরিষদ নির্বাচনের অনিয়ম নিয়ে। তবে অভিযুক্ত ফরহাদ আহমেদ ফকির দাবি করেছিলেন, এগুলো ষড়যন্ত্র।

সূত্র জানায়, ২০১৪ সাল থেকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন ফরহাদ হোসেন ফকির। পরবর্তীতে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তখন এ বিষয়ে অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ও তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির বলেছিলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। উপজেলায় আমার এন্টি পার্টি আছে, হয়তো তারা এ কাজ করেছে। বিষয়টি মিথ্যা, যারা ফেসবুকে লিখেছে, ডিলিট করানোর চেষ্টা করতেছি।

স্থানীয় সূত্র জানায়, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার  কলাকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মাদক ব্যবসায়ি চম্পারানীকে কর্মশালা থেকে বিদায় করে দিলেও একই প্রোগ্রামের মঞ্চে স্থান দেন  উপজেলা ভাইস চেয়ারম্যান মাদকসেবী ফরহাদ আহমেদ ফকিরকে।

 

আর পড়তে পারেন