শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান শুরু

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৮, ২০২১
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাসে ১২-১৭ বছর বয়সী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর জন্য ফাইজার টিকা প্রদান শুরু হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ সরফরাজ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী প্রমূখ। টিকা প্রদানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।

আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এ টিকা প্রদান কার্যক্রম চলবে। উপজেলার ২৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার ২১৭ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ ফাইজার টিকা দেওয়া হবে।

 

আর পড়তে পারেন