রবিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল মাহমুদ গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৭, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি থানা পুলিশ।

মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সরকারের আমলে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচার এমপি সবুরের পক্ষে ছাত্র-ছাত্রীর উপর নির্মম নির্যাতন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ১৬ সেপ্টেম্বর দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ,আওয়ামী লীগ, যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এই ঝটিকা মিছিল সোহেল মাহমুদের সহযোগিতা এবং উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এ ঘটনায় এর আগে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।

স্বৈরাচারের পৃষ্ঠপোষক হিসেবে বর্তমানে অন্তবর্তী কালীন সরকারকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে সোহেল মাহমুদকে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন