শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৬, ২০১৮
news-image

জাকির হোসেন হাজারিঃ

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দু’জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন ।

শুক্রবার (৬ জুলাই) বেলা সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়ায় ঢাকাগামী স্টার লাইন ও ড্রীম পরিবহনের দুটি বাস ওভারটেক প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাত(৬০) এক বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যান এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেীরীপুরে ভর্তি করেন।আহতরা হলেন ফারুক(৪০),সাফায়াত(৩৫),আঃ রহমান(৬২), ফারুক হোসেন(৪২),সবুজ(৩৪), বেলায়েত হোসেন(৫০),  হাসমত(২৮),  মহসিন(৩৫), সৈকত(২৩), আব্দুল খালেক(৬০), আবু বকর সিদ্দিক((২৯), আবু নাসের(২০),  সাইফ(২৯) ও  জোহরা বিবি ও তার আড়াই বছরের মেয়ে রাইফাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন দাউদকান্দি উপজেলার চান্দেরচর গ্রামের মাসু মিয়ার মেয়ে ঝরনা বেগম।

আর পড়তে পারেন