বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ব্যারিষ্টার নাঈমের পূজামন্ডপ পরিদর্শন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৯, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন জাতীয সংসদ নির্বাচনে কুমিল্লা (দাউদকান্দি-মেঘনা)-১ আসনের আ’লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্পাদকমন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দাউদকান্দির বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু দূর্গা পূজামন্ডপ পরিদর্শনসহ শুভেচ্ছা বিনিময় করেন।
ব্যারিষ্টার নাঈম তার সমর্থক নেতা-কর্মীদের নিয়ে বৃহস্পতিবার দাউদকান্দির বিভিন্ন দূর্গা পূজা মন্ডপে আসার খবরে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে । তিনি এসময় দাউদকান্দির সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর বাজার পূজা মন্ডপ,বারপাড়া ইউনিয়নের ভাগলপুর পূজা মন্ডপ,গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর বাজার পূজা মন্ডপ,বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার বাজার পূজা মন্ডপ,বিশ্বনাথ বণিকের পূজা মন্ডপ,মোহাম্মদপুর ইউনিয়নের মনষাবাড়ী পূজা মন্ডপ,পংকজ মেম্বারের পূজা মন্ডপ,ইলিয়টগঞ্জ বাজার পূজা মন্ডপ ও দাউদকান্দি পৌর এলাকাধীন সাহাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপগুলোতে ব্যারিষ্টার নাঈমের আগমনের সংবাদ পেয়ে এসময় আশপাশের বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রাম থেকে আ’লীগ ও এর অংগ সংগঠনের অসংখ্য নেতা-কর্মীসহ সাধারণ মানুষ ভীড় করে। এসময় তিনি বলেন,দূর্গার আদর্শ ছিল ন্যায়ের পথে চলা। দূর্গার আবির্ভাব হয়েছিল অন্যায়কে প্রতিরোধ করার জন্য। বহুরূপী মহিষুরকে পরাজিত করে দূর্গা ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের সমাজে মহিষুরের আদর্শ লালনকারীদের প্রতিহত করা আমাদের কর্তব্য। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনার নেতৃত্বে আমরা লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো ইনশাল্লাহ। পাশাপাশি দূর্ণীতিবাজ মুক্ত সোনার বাংলা গড়ে তুলবো। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।

আর পড়তে পারেন