শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৮, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে মহাসড়কের হুগুলিয়া এলাকায় এদুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন জেলার চান্দিনা উপজেলার ককড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তোফাজ্জল হোসেন(৪৫) ও অজ্ঞাত একজন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের হুগুলিয়া মার্কাস মসজিদ এলাকায় ইট ভাঙ্গার ট্রাক্টরকে পিছন থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি ছিটকে সড়কের পাশে পড়লে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোঃ জাকির হোসেন বলেন, নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। আর নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

আর পড়তে পারেন