শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় এক বছরে জেলা প্রশাসনের প্রায় আড়াই হাজার অভিযান:২ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আয়

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা প্রশাসন বিগত ২০২০ সালে মোবাইল কোর্ট পরিচালনা করে  ২ কোটি ১৪ লাখ ৭ হাজার ৭৭০ টাকা রাজস্ব আয় করেছেন। এ সময় ২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৭ হাজার ৬৮টি মামলায় ৮ হাজার ২৯৪ জনকে আসামি করে অর্থদন্ড প্রদান করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্ধারিত প্রমাপ অনুযায়ী কুমিল্লা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুল ফজল মীরের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, মাদক চোরাচালান রোধ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে সমগ্র কুমিল্লা জেলা ও উপজেলায় ৫২ জন বিজ্ঞ নির্বাহী  ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।

আর পড়তে পারেন