শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবির ১ বছর পার হলেও সমাধান হয়নি সংকট

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৩, ২০২১
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানববন্ধনের এক বছর পার হলেও সমাধান হয়নি গ্যাস সংকট।

জানা গেছে, গত ২০২০ সালের ২৩ জানুয়ারী বরুড়া পৌরসদর বাজারের মিট পয়েন্টে নাগরিক সমাজ নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানববন্ধন করেন।

ওই সময় মানববন্ধন শেষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলামের কাছে নাগরিক সমাজ স্মারকলিপি প্রদান করেন। এক বছর পার হলেও এখনো গ্যাস সংকট সমস্যা সমাধান হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন, তৎসময় বাখরাবাদ গ্যাস কেন্দ্রের ম্যানেজার সমস্যা সমাধান করার আশ্বস্থ করেন। পরে করোনার কারনে আর যোগাযোগ করা হয়নি। যেহেতু সমস্যার সমাধান হয়নি, আবারো তাদের সাথে যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেবো।

আর পড়তে পারেন