রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৭, ২০২৩
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুইয়া এমপি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুবিদ আলী ভুইয়া বলেন, বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের এক রোল মডেল। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষান্নোতিসহ শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামো নির্মাণ, বেকার সমস্যা দূরীকরণ, দারিদ্র বিমোচন, ভূমিহীন ও আশ্রয়হীনদের পূণর্বাসনসহ সর্ব ক্ষেত্রে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান জানান, এবারের উন্নয়ন মেলাটি ভিন্ন রকমের। প্রথমবারের মতো স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে তিন দিনব্যাপি(১৭-১৯সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মাঠে এ মেলা চলবে। মেলার বিভিন্ন স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মের পাশাপাশি সরকারী বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা যেমন ভূমি উন্নয়ন কর, ইপর্চা, নামজারীসহ মোবাইল ফোনের মাধ্যমে সেবা পাওয়ার বিষয়টি সাধারণ মানুষের নিকট তুলে ধরাই এ মেলার উদ্দেশ্য।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। র‌্যালীতে উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 

 

আর পড়তে পারেন