শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই শিক্ষার্থীকে মারধর করায় কুমিল্লা সরকারি সিটি কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২০, ২০১৭
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লা মহানগরীর ২১ নং ওয়ার্ডের মধ্য আশ্রাফপুর এলাকায় অবস্থিত কুমিল্লা সরকারি সিটি কলেজে দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত করায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে কলেজের প্রিন্সিপাল প্রফেসর ফরিদ আহমেদ ভূইয়ার বিরুদ্ধে। তারা ক্লাস পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয়। পরে প্রিন্সিপাল নিজের দোষ স্বীকার করে নেওয়ায় শিক্ষার্থীরা ২৫ মিনিট পরে পরীক্ষা হলে প্রবেশ করে।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে বিক্ষোভ শুরু করে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার (১৯ নভেম্বর) সকালে কলেজ পোষাক না পরিধান করে পরীক্ষা দিতে আসায় হৃদয় ও জহির নামের দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত করে নির্বাচনী পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেন প্রফেসর ফরিদ আহমেদ ভূইয়া । এ ঘটনায় সোমবার (আজ) প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে পরীক্ষা বর্জনের হুমকি দেয়। পরে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে প্রিন্সিপালও দুঃখ প্রকাশ করলেও ২৫ মিনিট পরে পরীক্ষা শুরু হয়।
এ বিষয়ে প্রিন্সিপাল প্রফেসর ফরিদ আহমেদ ভূইয়া জানান, বিষয়টি আমার ভুল হয়েছে। এখন কোন সমস্যা নেই।

আর পড়তে পারেন