শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবপুর বায়তুল আমান জামে মসজিদ দ্বিতল ভবন উন্নয়ন কাজ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৫, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

মনোহরগঞ্জ উপজেলা দেবপুরে বায়তুল আমান জামে মসজিদটি’ অবস্থিত। বর্তমানে মসজিদটির বয়স ২৬ বছর। মসজিদটি কোনো ঐতিহাসিক মসজিদ নয়। কিন্তু মসজিদটি বিভিন্ন কারণে মনোহরগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অতি সুপরিচিত।

১৯৯২ সালে আলহাজ্ব আব্দুল হক (জন্ম:১৯৩৮ মৃত্যু: ২০১১ খৃঃ) এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদটির ভিতরে পাকা করে খুঁটির উপর টিনের চালা করে আধাপাকা করা হয়। তত্কালে মসজিদটি দেবপুর বড় মসজিদ নামে প্রচলিত ছিল। ধনাঢ্য ব্যবসায়ী মোবারক মজুমদার ও ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতায় দেবপুর বায়তুল আমান জামে মসজিদ দ্বিতল ভবন উন্নয়ন কাজ উদ্বোধন করেন আজ বৃহস্পতিবার।

মসজিদটির বর্তমান ইমাম আহসান উল্লাহ জানান, মসজিদ উন্নয়নে অর্থ সংগ্রহ থেকে শুরু করে মসজিদের যাবতীয় কাজে মোবারক মজুমদার অনন্য ভূমিকা আছে। বর্তমানে আর্থিক সংকটের কারণে দেবপুর জামে মসজিদের উন্নয়ন কাজ এত দিন সম্পন্ন করা যায়নি। তবে মোবারক সাহেব এর প্রচেষ্টা এবং ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতায় এবং আল্লাহর রহমতে অতিসত্ত্বর আমরা মসজিদটির উন্নয়ন কাজে অগ্রগতি লাভ করতে পারবো।

আর পড়তে পারেন