শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে এক গৃহবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৯, ২০১৭
news-image

 

জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ইয়াসমিন আক্তার (২৬) এক গৃহবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী মোঃ মোস্তফা আহমেদকে (৩০) আটক করা হয়েছে।

রোববার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন আক্তার উপজেলার জিন্নতপুর গ্রামের মোঃ কবির আহমেদ মেয়ে। ঘাতক স্বামী মোঃ মোস্তফা আহমেদ একই উপজেলার শিবপুর গ্রামের মৃত. রেনু আহমেদের ছেলে।

নিহত ইয়াসমিন আক্তারের আতœীয় সূত্রে জানাযায়, ইয়াসমিন আক্তার এর সাথে মোঃ মোস্তফা আহমেদ প্রায় এক বছর পূর্বে বিবাহ হয়। এরপর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী, ননদ ও শাশুড়ির সাথে প্রায় সময়ে কথাকাটাটি হতো বলে অভিযোগ রয়েছে।

সন্ধ্যায় নিহতের পরিবার ইয়াসমিনের মৃত্যুর খবর পায়। এদিকে খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াসমিনের লাশ উদ্ধার করে স্বামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। স্বামী মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

০১৬৭৬-৩২৭৫০৪

আর পড়তে পারেন