শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে নৌকার প্রার্থীসহ অনেকে কয়েক ঘন্টা অবরুদ্ধ: গাড়ি ভাংচুর ও ব্যাপক সংঘর্ষ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ নির্বাচনের প্রচারণা শেষে যাওয়ার সময় আ’লীগ দলীয় প্রার্থী আবুল কালাম আজাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। হামলার পর কুমিল্লার উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, নৌকার প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদসহ বেশ কিছু নেতাকর্মী  মা মনি হাসপাতাল সংলগ্ন গোলাম ফারুকী মিলনায়তনে কয়েক ঘন্টা ধরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এ সময় গাড়ি ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলা হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, দলীয় মনোনয়নকে ঘিরে উপজেলা আ’লীগ এখন দু’গ্রুপে বিভক্ত। নৌকা প্রতিকের প্রার্থীর বিপরীতে একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া বিএনপি দলীয় প্রার্থীও সরব।  তবে সব ছাপিয়ে আ’লীগের নিজেদের মধ্যে কোন্দলই এখন আলোচনার বিষয়। মনোনয়নকে ঘিরে উত্তর জেলা আ’লীগ ও এমপি রাজী ফখরুল গ্রুপের মধ্যে বিভেদ এখন প্রকাশ্যে।  আজ এক কেন্দ্রীয় নেতা ছাত্রলীগ নেতাদের নৌকা প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান। এরপরই মূলত  ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নৌকা প্রতিকের নেতাকর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি সমঝোতা হলেও ভাংচুর ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়।

তবে নৌকা প্রতিকের প্রার্থী সমর্থিত এক নেতা জানান, ছাত্রলীগের সাথে আমাদের সমঝোতা হয়েছে। এরপর বিএনপি-জামায়াতের লোকজন হামলা চালিয়েছে।

থানা পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও পরিস্থিতি থমথমে।

এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

আর পড়তে পারেন