বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০১৯
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লার দেবিদ্বারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে দেবিদ্বার এবি এম গোলাম মোস্তফা স্টেডিয়ামে পৃথক দুইটি খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

খেলা শুরুর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন কুমিল্লা-৪ ( দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এম পি।

এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালিকাদের খেলায় উপজেলার দুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালকদের খেলায় বক্রিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে পরাজিত করে দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রবীন্দ্র চাকমা’র, সভাপতিত্বে আয়োজিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ জয়নুল আবেদীন, কুমিল্লা উত্তর জেলা মহিলালীগ সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি মো. আবদুল হক খোক, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান, দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা মজুমদার সহ আরো অনেকে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথি বৃন্দ।

আর পড়তে পারেন