শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে মৎস্য অধিদপ্তরের আওতায় প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্তকরণ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৯, ২০১৯
news-image

 

মোঃ জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লার দেবিদ্বারে মৎস্য অধিদপ্তরের আওতায় প্লাবনভূমি, জলমহাল, বর্ষায় প্লাবীত ধান ক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করে এই কর্মসূচী উদ্বোধন করা হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদিন। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা মো নাসির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কেএম আলী জিন্নাহ, কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজ, উপজেলা ভেটেরিনারি সার্জন কর্ণ চন্দ্র মল্লীক, দেবিদ্বার পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার, সদস্য মশিউর রহমান সুমন সহ আরো অনেকে। এদিকে উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে দুই জাতের ৩২৮ কেজি মাছের পোনা অবমুক্ত করন করা হয়েছে।

আর পড়তে পারেন