শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে রাজনৈতিক ব্যানার-পোস্টার অপসারণ শুরু

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৮, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে এবং সংসদ নির্বাচনের তফসিলের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পোস্টার, বিলবোর্ড, ফেস্টুন, তোরণসহ বিভিন্ন প্রচারসামগ্রী অপসারণের কাজ শুরু করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার নেতৃত্বে প্রশাসনের কর্মচারী ও শ্রমিকরা পৌর এলাকার প্রধান সড়ক থেকে এগুলো অপসারণ করেন।

এসময় দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের প্রচারসামগ্রী ১৪ নভেম্বরের মধ্যে নিজ খরচে অপসারণ করতে বলা হলেও কোন রাজনৈতিক নেতা-কর্মীরা তা কেউ করেননি।

এ জন্য প্রশাসনের উদ্যোগে তা অপসারণ করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যানার ফেস্টুন অপসারণ শুরু হওয়ায় নগরবাসী এ সিদ্ধান্ত’কে স্বাগত জানিয়েছে।

আর পড়তে পারেন