বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০১৯
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদিন, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমা, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখে উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূইয়া, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান, দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা মজুমদার, বারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা বেগম সহ আরো অনেকে। পরে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম সামগ্রী তুলেন দেন।

আর পড়তে পারেন