শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘দেশে অঘোষিত জরুরী অবস্থা চলছে’ – এলডিপি মহাসচিব ড. রেদোয়ান

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
দেশে অঘোষিত জরুরী অবস্থা চলছে বলে দাবি করেন এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহেমদ। বুধবার (১১ জুলাই) চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির একটি কর্মী সভা পুলিশি বাঁধায় পন্ড হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি একথা বলেন। চান্দিনা রেদোয়ান আহেমদ কলেজ সভাকক্ষে সাংবাদিকদের সাথে বুধবার সন্ধ্যায় মতবিনিময় করেন তিনি।

বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আরও বলেন- ‘মুক্তিযুদ্ধের লক্ষ ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন মহানগরে সরকার দল ছাড়া অন্য কোন গণতান্ত্রিক দলকে সভা, সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। এটা দেশের গণতন্ত্রের জন্য হুমকি। দেশে এমন কোন প্রজ্ঞাপন বা আইন হয় নি যে কোন কর্মী সভা, পথ সভা বা কোন অনুষ্ঠান করতে পুলিশের অনুমতি নিতে হবে।’

বৃহস্পতিবার (১২ জুলাই) চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ এর ক্যাম্পাস-২ এ নবীন বরণ ও নবনির্মিত মমতাজ আহমেদ ভবন এর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র সভাপতি ড. কর্ণেল (অব.) অলি আহাম্মদ বীর বিক্রম। একই দিন বিকেলে ওই কলেজ ক্যাম্পাসে পৌর এলডিপি’র সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু চান্দিনা থানা পুলিশ সম্মেলন করা যাবে না বলে কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি কেএম শামসুল হক মাস্টারকে অবহিত করেন।

এ প্রসঙ্গে ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘দলের সভাপতি আসবেন। কলেজ ক্যাম্পাসে স্বল্প পরিসরে সম্মেলন হবে। এখানেও পুলিশ বাধা দিচ্ছে। আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়ে গণতান্ত্রিক দলের সভা-সম্মেলন করতে না দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখ জনক।’

চান্দিনা রেদোয়ান আহেমদ কলেজ এর প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সভাপতি ড. রেদোয়ান আহমেদ আরও বলেন- ‘ডা. প্রাণ গোপাল চান্দিনা পাইলট স্কুলে আওয়ামীলীগের সভা করবেন। এর মাইকিং শুনলাম। আর আমাদের কলেজের বার্ষিক নবীন বরণ অনুষ্ঠান করা যাবে না বা এ উপলক্ষে পেন্ডেল করা যাবে না এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছুই না।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি কেএম শামসুল হক মাস্টার, চান্দিনা রেদোয়ান আহেমদ কলেজ এর অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া, চান্দিনা উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আতিকুর রহমান, কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদল সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের, চান্দিনা পৌর এলডিপি’র আহবায়ক মো. শাহ আলম, চান্দিনা পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. জামশেদ আহমেদ জাকি, গণতান্ত্রিক যুবদল নেতা মো. মনির হোসেন শানু, গণতান্ত্রিক ছাত্রদল নেতা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

আর পড়তে পারেন