সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্রৌপদী মুর্মু কি ভবিষ্যতের রাষ্ট্রপতি?

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১০, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্ট:

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ১৮ই জুলাই। ফল প্রকাশিত হবে ২১শে জুলাই। রাষ্ট্রপতি নির্বাচিত হন বিভিন্ন রাজ্যের বিধায়ক ও সংসদ সদস্যদের ভোটে। প্রতিটি ভোটের মূল্য ধার্য আছে। বিজেপি নিয়ন্ত্রিত এনডিএ ১৩ হাজার ভোট পেলেই কেল্লা ফতে করবে। সেই কারণে তারা ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি এবং বিজু জনতা দলের নবীন পাটনায়েকের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। একা ইউপিএ এই ভোটে কিছু করতে পারবে না বুঝেই সোনিয়া গান্ধী টেলিফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের সীতারাম ইয়েচুরিকে। বিরোধী ভোট একাট্টা করতে চান সোনিয়া। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোট মূল্য ১০ লাখ ১৯ হাজার ২২০৬। এনডিএর হাতে আছে ৫ লক্ষ ২৬ হাজার ৪২০।

ইউপিএর হাতে ২ লক্ষ ৫৯ হাজার ৩৯২। তৃণমূল, ওয়াইএসআর কংগ্রেস, বিজু জনতা দল, সমাজবাদী পার্টি এবং বামেদের সম্মিলিত ভোট মূল্য ২ লক্ষ ৯২ হাজার ৮৯৪টি। অর্থাৎ, ওয়াইএসআর কংগ্রেসের সাড়ে ৪৩ হাজার ভোট এবং বিজু জনতা দলের ৩১ হাজার ৭০০ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই বিজেপির নজর সেই দিকে। কিন্তু রাষ্ট্রপতি পদে কে? যেভাবে চার বছর আগে পাটনার রাজভবন থেকে রামনাথ কোবিন্দ কে তুলে এনে তারা চমক দিয়েছিলো, এবারও কি তাই হতে চলেছে? দ্রৌপদী মুর্মু কি ভবিষ্যতের রাষ্ট্রপতি? সময়, একমাত্র সময় এই প্রশ্নের জবাব দেবে।

আর পড়তে পারেন