বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ধোনির চেন্নাইকে হারিয়ে ফাইনালে মুম্বাই

আজকের কুমিল্লা ডট কম :
মে ৮, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের চলতি আসরের ফাইনাল নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার মুম্বাই।

এ নিয়ে পঞ্চমবারের মতো আইপিএলের ফাইনালে উঠল টুর্নামেন্টের অন্যতম সফল দলটি। ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালের শিরোপা জিতেছিল তারা।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩১ রান করে চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪২* রান করেছেন আম্বাতি রাইডু। মহেন্দ্র সিং ধনি অপরাজিত ছিলেন ৩৭* রানে। এছাড়া মুরালি বিজয় করেছেন ২৬ রান।

জবাবে সূর্যকুমার যাদবের দুর্দান্ত এক ইনিংসে ৯ বল হাতে রেখে ১৩২ রান করে জয় তুলে নেয় মুম্বাই। যাদব ৫৪ বলে অপরাজিত ৭১* রান করেন। এছাড়া ইশান কিষান করেন ২৮ রান।

এই ম্যাচ হারলেও এখনই ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যায়নি চেন্নাইর। এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের মুখোমুখি হবে ধোনির দল। ওই ম্যাচের জয়ী দলই ফাইনালে মুম্বাইয়ের সঙ্গী হবে।

আর পড়তে পারেন