শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নজরুল বন্দনায় ছুটে মন

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৫, ২০১৮
news-image

আরিফ আজগরঃ

২৫শে মে ১৮৯৯, অর্থাৎ আজকের এই দিনে পৃথিবীতে এক নক্ষত্রের প্রাদুর্ভাব ঘটেছিল। পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার দক্ষিণ চুরুলিয়া গ্রামে দুখু মিয়া নামের যেই শিশুটি জন্মেছিল এক হত দরিদ্র পরিবারে, সেই শিশুটি কালের বিবর্তনে পৌঁছে গেলেন একটি জাতির সর্বোচ্চ চূড়ায়। সেই শিশুটির দারিদ্রতা এতই প্রখর ছিল যে লেখাপড়া করতে গিয়েও নিজের উপার্জনেই ভরসা কেবল। কিন্তু এমন করে কদিন চলে? ধ্যান ধারণায় কবিতাই যার বৎস্য ছিল, জীবনের মোহ টান তাকে বেঁধে রাখতে পারে কতক্ষণ ?রুটির দোকানে কাজের ফাঁকে ফাঁকে কবিতা রচতে শুরু করলেন, তার সফলতা না এসে উপায় যে আর থাকে না।

নজরুল একাধারে, বিদ্রোহী, সাম্যবাদী,জাগরণী,প্রেমের,ধার্মোঞ্জলি কবি ছিলেন।
শুধু সাম্যের কবিই ছিলেন না, ছিলেন দার্শনিক, নাট্যকার, সঙ্গীত¯স্রষ্টা, ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অগ্রদূত।
নজরুলের কবিতা মানেই শুধু বিদ্রোহ নয়, নজরুলের কবিতা মানেই প্রেমেরও দৃষ্টান্ত বিস্তর। সেই প্রেম যে কেবল প্রিয় প্রিয়তমার তাও নয় একদম। নজরুলের কবিতা মানে ¯স্রষ্টা এবং তাঁর প্রেরিত রাসুল(সঃ) এর প্রতি অগাধ বিশ্বাস, ভক্তি, আর প্রেমও। তাই তো কবি লিখেেেছন-

সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির,
বিরাজে রওজা মোবারক যথা মোর প্রিয় নবীজীর।।
বাতাসে যেখানে বাজে অবিরাম
তৌহিদ বাণী খোদার কালাম,
জিয়ারতে যথা আসে ফেরেশতা শত আউলিয়া পীর।।
মা ফাতেমা আর হাসান হোসেন খেলেছে পথে যার
কদমের ধূলি পড়েছে যেথায় হাজার আম্বিয়ার,
সুরমা করিয়া কবে সে ধূলি
মাখিব নয়নে দুই হাতে তুলি,
কবে এ দুনিয়া হ’তে যাবার আগে রে কাবাতে লুটাব শির।।

সাম্যবাদের কবি ছিলেন নজরুল, ধর্মে ধর্মে হানাহানির চরম বিরোধিতায় কবি লিখেছেন-
গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্ ।
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

আবার নির্যাতিত, নিপীড়িত বঞ্চিতের জন্য লিখেছেন-

জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত!
যত অত্যাচারে আজি বজ্র হানি’
হাঁকে রিপীড়িত-জন-মন-মথিত বাণী,
নব জনম লভি’ অভিনব ধরণী ওরে ঐ আগত।।

প্রতিটি বাঙালী মনে তিনি প্রেমের উন্মাদনা আর সীমা ছাড়াবার দুর্বার শক্তি বুনে দিয়েছেন। নজরুল ঈশ্বরকে নিজের মাঝেই খুঁজে বের করার তাগিদে লিখেছেন-
‘’স্রষ্টারে খোঁজো- আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে!
ইচ্ছা- অন্ধ! আঁখি খোলো, দেখ দর্পণে নিজ-কায়া,
দেখিবে, তোমারি সব অবয়বে প’ড়েছে তাঁহার ছায়া।‘’

প্রিয়তমার প্রেমে দৃষ্টান্ত দিতে গিয়ে লিখেছেন-

নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।।
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।
মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।।

এই চরণগুলোই বুঝিয়েছে প্রেমের প্রথম আকুলতা। আজও সে অনুভুতিগুলো তেমনিই আছে। ‘’আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনায়’’
‘’তোমারি দেবালয়ে কি সুখে কে জানি
দুলে দুলে ওঠে আমারো দেহখানি
আরতিনৃত্যের ভঙ্গিতে, সঙ্গীতে,
অঞ্জলি লহ মোর সঙ্গীতে।‘’ – তার গানের এ লাইনগুলো সুরের ইন্দ্রজালে যে মূর্ছনা তৈরি করে তাতে মনে হয় সত্যিই কোন দেবালয়ে দেবতার সামনে দাঁড়িয়ে !

সীমাহীন সাহসিকতা শিখিয়ে গেছেন কবি নজরুল। ‘’বল বীর, চির উন্নত মম শির’’- নজরুলের এ বাণী যার মর্মে গাঁথা তার প্রাণশক্তি কখনোর ফুরোনোর না। নজরুলের অন্তরে, নজরুল বাহিরে, নজরুল বাঙালি জাতির সমস্ত অস্তিত্ব জুড়ে।

আর পড়তে পারেন