শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৩, ২০১৮
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর;
চোলাই মদ। নাম শুনলেই বুঝা যায় এই মদ তৈরি করতে অবশ্যই চুলার ব্যবহার করতে হয়। প্রথমে গুড়, পানি, চিড়া আর নেশা জাতীয় দ্রব্য একটি পাত্রে মিশিয়ে ১০ থেকে ১২ দিন মাটির নিচে রেখে দেয়া হয়। পরে ওই মিশ্রনটি চুলোতে বসিয়ে তাপ দিয়ে বাস্প তৈরি করা হয় এবং ওই বাস্প থেকে বানানো হয় চোলাই মদ।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং গ্রাম হতে সেই চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৫ লিটার চোলাই মদ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত্র ০২টার দিকে এস.আই মোজাম্মেল হক ও এস.আই মো. বেলাল হোসেনের নেতৃত্বে ভোলাচং ঋষি পাড়ায় অভিযান চালিয়ে সঞ্জিবন ঋষি (২৮), তারাপদ ঋষি (৫০), দুলাল ঋষি (৪৬), মেঘা ঋষি (৩৯) ও বিভিষন ঋষি (২৫) নামে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৬৫ লিটার চোলাই মদসহ হাতে নাতে আটক করে। আসামীদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আর পড়তে পারেন