রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ৩ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৬, ২০২৪
news-image

উপজেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট উপজেলার তিনটি ভোটকেন্দ্রে ও ভোটকেন্দ্র ভেবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোটকেন্দ্র ভেবে কান্দাল দাখিল মাদরাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে ভোট কেন্দ্রগুলোতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায় বলে জানা গেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরীকে একাধিকবার ফোন দিয়ে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইসমাইল হোসেন বলেন, অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। ককটেল বিস্ফোরণের বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে দেখছি।

আর পড়তে পারেন