শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোট উপজেলার পূজা উদযাপন ও আইন শৃংখলা নিয়ে মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image
মোঃ কামাল হোসেন জনিঃ-
কুমিল্লার নাঙ্গলকোটে  মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলায় ৮টি পূজা মন্ডপে এ বছর দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। গোমকোট পুজা মন্ডপ,হেসাখাল পুজা মন্ডপ,মক্রবপুর দূর্ঘাপুজা মন্ডপ,চাঁন্দের বাগ পূজামন্ডপ,বাঙ্গড্ডা শীলবাড়ী পূজামন্ডপ,বড়ুয়া পূজামন্ডপ ,মেরকট-বেলগর পূজামন্ডপ ,বেলগর গোসাই বাড়ি পূজামন্ডপ।
উপজলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র মজুমদারের সভাপতিত্তে,প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মো:দাউদ হোসেন চৌধূরি,নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব,উপজেলা ইন্জিনিয়ার মোঃ জাবেদ হোসেন,উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা শাহ আলম,নাঙ্গলকোট পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম শহীদ উদ্দিন,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অহিদুর রহমান,চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম প্রমূখ।

আর পড়তে পারেন