শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার ৬ শর্ত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০১৮
news-image

 

নিজস্ব প্রতিবেদক : আবারও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার সকালে রাজধানীতে দলটির জাতীয় নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন তিনি। নির্বাচনে অংশ নিতে এসময় খালেদা জিয়া ছয়টি শর্তের কথা উল্লেখ করে বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই সরকার এখন ষড়যন্ত্র করছে।

তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দেন। সরকার প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করছে অভিযোগ করে বেগম জিয়া আগামী নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান। সংকট সমাধানে আবারও তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার কথা বলেন।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে বেগম জিয়ার নেতৃত্বে শুরু হয় জাতীয় নির্বাহী কমিটির এই সভা। সভায় যোগ দিতে সকাল থেকেই আসতে থাকেন নির্বাহী কমিটির সদস্যরা। রেজিস্ট্রেশন করে একে একে তারা প্রবেশ করেন সভাস্থলে। সভা শুরুর কিছু পরে লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়া ভিডিও কনফারেন্সে যোগ দেন। সভায় নির্বাহী কমিটির সদস্যের বাইরেও জেলা ও মহানগরের সভাপতিরাও উপস্থিত আছেন।

এসময় নির্বাচনে অংশ নিতে ছয়টি শর্ত দেন বেগম খালেদা জিয়া। তার দেয়া শর্তগুলো হলো:

১. ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।

২. জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে।

৩. ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে।

৪. নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।

৫. ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে।

৬. যন্ত্রে ভোটের জন্য ইভিএম,ডিভিএম ব্যবহার করা যাবে না।

শর্তগুলো দেয়ার পর খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের কাছে মতামত জানতে চাইলে তারা বেগম জিয়ার সঙ্গে একমত পোষণ করেন।

আর পড়তে পারেন