রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে বিজিবি সর্তক: কুমিল্লায় বিজিবির মহাপরিচালক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৯, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। সীমান্ত দিয়ে দেশে কোনো অবৈধ অস্ত্র বা সন্ত্রাসী যেন প্রবেশ করতে না পারে সেদিকে আমাদের কঠোর দৃষ্টি রয়েছে। আমরা সব সময় সতর্ক আছি। এরই মধ্যে আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে বিজিবি-১০ সেক্টরের মাদকদ্রব্য ধ্বংসকরণ ও গণসচেতনতা বৃদ্ধিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিবিপ্রধান বলেন, বিজিবি সব সময় দেশ ও জাতির কল্যাণে যেকোনো পরিস্থিতিতে কাজ করতে প্রস্তুত আছে। আগামী নির্বাচনেও সততার সাথে দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন- কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. শরিফুল ইসলাম মেরাজ, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মদ মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নানসহ অন্যরা।

এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন, কুমিল্লা সেক্টর ও ব্যাটালিয়নের কর্মকর্তা, ফায়ারিং প্রতিযোগীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

আর পড়তে পারেন