শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালির কোম্পানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৭ ফার্মেসির জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৭, ২০১৭
news-image

অাবদুল মোতালেব,নোয়াখালি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতে ৭টি ফার্মেসী দোকানে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান সূত্রে জানাযায়, উপজেলার হাসপাতাল গেইট এলাকায় ফার্মেসী দোকানে অবৈধ ঔষধ জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় ড্রাগ লাইসেন্সসহ বিভিন্ন অপরাধে আরব ফার্মেসীকে ১০ হাজার, মুসলিম মেডিসিন বাজারকে ৫ হাজার, রোকেয়া ফার্মেসীকে ৫ হাজার, ফাহাদ ফার্মেসীকে ৫ হাজার, নিহা ফার্মেসীকে ৫ হাজার, হলি ফার্মেসীকে ৫ হাজার, গোল বক্স ফার্মেসী থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। জব্দকৃত ঔষধগুলো উপজেলা চত্বরে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

এ সময় নোয়াখালীর ওষুধ প্রশাসন এর তত্বাবধায়ক (ঔষধ) কর্মকর্তা হোসাইন মোঃ ইমরান ও কোম্পানীগঞ্জ থানার এসইউ সালা উদ্দিন উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন