শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিবারের সাথে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৬, ২০১৭
news-image

 

শাহাদাত হোসেনঃ
পরিবারের সাথে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুরাদ হোসেন রাজু(২৬) নামের এক যুবক ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা তেজগাও রেললাইনের উপরে এ আতœহত্যার ঘটনা ঘটে।

নিহত মুরাদ হোসেন রাজু কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের পেয়ারাতলী গ্রামের মোশারফ হোসেনের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৪ বছর আগে মুরাদ হোসেন রাজুর সাথে পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার সাথে মনোমালিন্য হয়। এরপর থেকে ৪ বছর পরিবারের আর কারো সাথে কোন যোগাযোগ রাখেনি রাজু । তার মা শাহানারা বেগম দীর্ঘদিন চেষ্টা করেও তার সাথে কোন প্রকার যোগাযোগ করতে পারেনি। পরিবারের উপর ক্ষুব্ধ অভিমান করে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে রাজু।

মুরাদ হোসেন রাজু আত্মহত্যার আগে তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস লিখেন” ছোট থাকতে ভালো ছিলাম, কোন চিন্তা ছিলনা। আর এখন বড় হয়ে আপনজন বলতে কেউ নেই। ভালো থাকি আর না থাকি কারও কিছু আসে যায় না। আমিও চাইনা আমার জন্য কারও সমস্যা হোক। আমি আর পারছিনা জীবনটাকে টেনে নিতে। ভালো থেকো সবাই, বিদায়”। এই স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষন পরেই আত্মহত্যা করে রাজু। খবর পেয়ে তেজগাঁও রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এই বিষয়ে তেজগাঁও রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে।

শুক্রবার সন্ধ্যায় মরদেহ কুমিল্লায় নিজ এলাকায় আনা হয়। রাতে দাফন সম্পন্ন হয়।

আর পড়তে পারেন