বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী আজ দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করবেন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৬, ২০১৯
news-image

 

বিশেষ প্রতিনিধি .

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতু আজ শনিবার উদ্বোধন করবেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী চার লেন বিশিষ্ট এই সেতুর উদ্বোধন করবেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সাথে ভুলতায় একটি চার লেন ফ্লাইওভার এবং ঢাকা-সিলেট মহাসড়কে লতিফপুরে একটি রেলওয়ে ওভারপাসও উদ্বোধন করবেন শেখ হাসিনা।

আরো পড়ুন : সন্ত্রাসী হামলায় রক্তাক্ত নিউজিল্যান্ডের মসজিদ

সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা জানান, দ্বিতীয় কাঁচপুর সেতুটি যানচলাচলের জন্য খুলে দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট অনেকটা কমে আসবে। জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান ওবায়শি কর্পোরেশন, শিমিজু কর্পোরেশন, জেএফই ইঞ্জিনিয়ার কর্পোরেশন এবং আইএইচআই ইনফ্রা সিস্টেম কোম্পানি লি: ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতি সেতুর পাশে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ শুরু করে। আগামী জুনে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের প্রায় চার মাস আগেই সেতুর নির্মাণ কাজ শেষ হয়।

আর পড়তে পারেন