রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধান শিক্ষক ছাড়াই চলছে মনোহরগঞ্জে ৫৩ টি প্রাথমিক বিদ্যালয়

আজকের কুমিল্লা ডট কম :
মে ২, ২০১৮
news-image

সেলিম সজীবঃ
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার এক-তৃতীয়াংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছাড়াই চলছে কার্যক্রম। তাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর ভর করেই কোন রকমে জোড়াতালি দিয়ে চলছে বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। শুধু প্রধান শিক্ষক নয় সহকারী শিক্ষকের পদ খালি ৯২টি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অবসরে যাওয়ার কারণে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়। দীর্ঘদিন ধরে এসব পদে নিয়োগ না হওয়ায় সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রাথমিকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে শিক্ষক সংকট। অন্যদিকে প্রধান শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলোতে সৃষ্টি হচ্ছে প্রশাসনিক সমস্যা। কিন্তু দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় অসুবিধায় পড়তে হচ্ছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষকের পদ ৫ জন। কিন্তু প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক ও অন্যান্য কাজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হচ্ছে। ফলে বাকী তিনজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের পাঠদানে অসুবিধা হচ্ছে। উপজেলার ৫৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোতে কিছুটা সমস্যা হচ্ছে। অভিভাবক ও শিক্ষানুরাগীদের ধারণা, দ্রুত যদি এসব বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া না হয়, তবে শিশুরা লেখাপড়ায় পিছিয়ে পড়বে’।

আর পড়তে পারেন