বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সকলের সহযোগিতায় দরবারের ঐতিহ্য ফিরিয়ে আনবো -উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৯, ২০১৭
news-image

মো. দ্বীন ইসলাম:
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফের বার্ষিক উরশ শরীফ ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারী ২০১৮ইং।

৩ দিন ব্যাপী বার্ষিক উরশ শরীফ সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার বাদ জুম্মা দরবার শরীফের হযরত ফাতেমাতুজ জোহরা (রাঃ) মসজিদে ওরশ শরীফ উদযাপন কমিটির সভাপতি- উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাস উয়েসীর সঞ্চালনায় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

এ সময় তিনি বলেন, ফরাজীকান্দি দরবার শরীফ মতলব তথা চাঁদপুর জেলার ঐতিহ্য। এ দরবারের ঐতিহ্য অক্ষুন্ন রাখতে দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার সুযোগ দেয়া হবে। মাননীয় ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পরামর্শক্রমে আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারী ৩দিন ব্যাপী মাহফিল করার লক্ষ্যে সর্বস্তরের মুসলমানে সহযোগী চাই।
স্বাগত বক্তব্য রাখেন- ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ।

সভায় বক্তব্য রাখেন- নেদায়ে ইসলামের চেয়ারম্যান আল্লামা শায়খ মোস্তাক আহমেদ উয়েসী রিফা’য়ী আহমদী (মা.জি.আ.) পীর সাহেব, পীরজাদা আল্লামা শায়খ মাসউদ আহমেদ উয়েসী রিফা’য়ী, জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, জেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন গাজী, আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন শিশির, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম।

মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন-পীরজাদা আল্লামা শায়খ মাসউদ আহমেদ উয়েসী রিফা’য়ী।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা, মতলব পৌরসভার প্যানেল মেয়র পারভেজ মিয়াজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, সদস্য আমিনুল ইসলাম, মো. তাহসিন।

 

 

আর পড়তে পারেন