বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফারুক মেহেদী: পেশাদার এক সাংবাদিকদের গল্প

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৩, ২০২৫
news-image

আবুল হাসনাত আশিক:

কথা ছিল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে হয়ে উঠবেন অর্থনীতিবিদ, অথবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বাবা মায়ের সেই স্বপ্ন পূরণে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত চত্বরে আসার সাথে সাথে লেখালেখি এবং সাংবাদিকতার নেশা তাকে চেপে ধরে। লেখার জাদুতে অর্থনীতি বিভাগের এই ছাত্র হয়ে ওঠেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি। ক্যাম্পাসের এই প্রিয় মুখ ধীরে ধীরে নির্বাচিত হন হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি।

বলছিলাম দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বার্তা প্রধান ফারুক মেহেদীর কথা। অর্থনীতির ছাত্র মোহাম্মদ ফারুক আহাম্মদ থেকে জনপ্রিয় সাংবাদিক ফারুক মেহেদী হয়ে ওঠা সহজ ছিল না। অথচ আজকের বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য খাতের শীর্ষ কয়েকজন সাংবাদিকের একজন তিনি। তাছাড়া নিয়মিত কলাম লেখা, টকশোতে কথা বলা, উপস্থাপনা, প্রামাণ্য চিত্র নির্মাণ তাকে ব্যাপক পরিচিত এনে দিয়েছে। সাংবাদিকতায় কৃতিত্বের জন্য কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনের জুরি বোর্ডের বিচারকের আসনেও আসীন হয়েছেন তিনি। তার নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়েছে বিভিন্ন চলচ্চিত্র উত্সবে।

কিন্তু শুরুটা সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পাশ করে তার সহপাঠীরা যখন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হচ্ছিলেন তখন তিনি বেছে নেন ভিন্ন এক পথ। সাংবাদিকতা নেশা এবং অর্থনীতির জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি অর্থনীতি বিষয়ক সাংবাদিক হওয়ার স্বপ্নে বিভোর হন। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে পেশাদার সাংবাদিকতা শুরু করেন। কিন্তু মনে ছিল ভয় এবং আতঙ্ক। ঢাকা নতুন শহর, এই শহরের রাস্তাঘাট অলিগলি কিছুই তার জানা নেই, নেই কোন সোর্স বা সার্কেল। রাজধানীতে দেশের নামকরা সাংবাদিকদের ভিড়ে নিজেকে কি প্রমাণ করতে পারবেন? নিজের সাথেই প্রতিনিয়ত বোঝাপড়া। কিন্তু স্বপ্নকে ছুঁতে হলে অতশত চিন্তা করলে চলবে না, পেছনে তাকানো সময়ও নেই, পথ যতই বন্ধুর হোক সামনে এগোতেই হবে। এই মনোবলই শত প্রতিকূলতার মধ্যে তাকে টিকে থাকার প্রেরণা যোগায়।

দৈনিক মানবজমিন পত্রিকার রাজস্ব বিষয়ক সাংবাদিক হয়েই তিনি আয়কর, মূসক বা ভ্যাট ও শুল্ক উপখাতের বিচিত্রসব রিপোর্ট করা শুরু করেন। প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকি, মিথ্যা ঘোষণা পণ্য আমদানির আড়ালে শুল্ক ফাঁকি ও মুদ্রা পাচার আর ভোক্তার কাছ থেকে নেয়া ভ্যাটের টাকা ফাঁকি দেয়ার ঘটনা নিয়ে একের পর এক বিশেষ ও এক্সক্লুসিভ রির্পোট করে অল্প দিনেই তিনি সবার নজর কাড়েন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। শুধু সামনে ছুটে চলা। দৈনিক মানবজমিন থেকে দৈনিক যায়যায়দিন হয়ে এরপর পদোন্নতি নিয়ে সিনিয়র রির্পোটার হিসেবে বৈশাখী টেলিভিশনে গিয়ে টেলিভিশন সংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন।

বৈশাখী টেলিভিশনে তিনি তথ্য-প্রমাণভিত্তিক রাজস্ব রিপোর্ট তৈরিতে নতুন ধারার সূচনা করেন। এর মধ্য দিয়ে তিনি কর-রাজস্বের রিপোটের ভিজ্যুয়াল ফর্ম তৈরিতে বিশেষ মুন্সিয়ানা দেখান। বৈশাখী টেলিভিশনে নিজের কৃতিত্বের ঝুলি পূর্ণ করে পরবর্তীতে নতুন চ্যালেঞ্জের হাতছানিতে আরটিভিতে কাজ শুরু করেন। সেখানেও তিনি অসংখ্য আলোচিত প্রতিবেদন তৈরি করেন যেগুলো তত্কালীন সরকারকে অর্থপাচারকারী, কর ফাঁকিবাজ এবং আর্থিক খাতে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ প্রয়োগ করে। ওই সময়ে ইস্যুভিত্তিক বিশেষ প্রতিবেদন তৈরিতে দক্ষতার কারণে তিনি ওই টেলিভিশনের চলতি ঘটনার টকশোগুলোতেও প্যানেল সাংবাদিক হিসেবে কখনও বা গেস্ট হিসেবে অংশ নিতে থাকেন।

এরই মাঝে দেশের শীর্ষ সংবাদপত্র লক্ষ্য নিয়ে বাজারে আসে দৈনিক কালেরকণ্ঠ। শুরু থেকেই পত্রিকাটি নিজেকে অন্যদের চেয়ে উচ্চ অবস্থানে প্রতিষ্ঠা করতে দেশের তরুণ ও মেধাবী সাংবাদিকদের সাথে যোগাযোগ শুরু করে। সে সুবাদে ডাক পড়ে ফারুক মেহেদীরও। বিশেষ প্রতিনিধি হিসেবে কালের কণ্ঠে যোগ দিয়েই তিনি অর্থনীতি ও বানিজ্য নিয়ে নিয়মিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা শুরু করেন, যাদের অধিকাংশ জায়গা করে নেয় প্রথম পাতায়, কখনো বা হেডলাইনে। রাজস্ব খাতের ঘুষ, অনিয়ম, দুর্নীতির রিপোর্ট যেমন করেছেন, তেমনি কালোটাকার মালিক, কর ফাঁকিবাজ প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও সমানে রিপোর্ট করে গেছেন। ওই সময়ে পুঁজিবাজার কেলেংকারি নিয়ে তার একটি আলোচিত ব্রেকিং রিপোর্ট দেশে তোলপাড় তুলে। কারণ ওই প্রতিবেদনের সাথে দেশের ৬ প্রভাবশালী ব্যক্তির ছবি ছাপা হয়, যাদের কয়েকজন পরে তত্কালীন আওয়ামীলীগ সরকারের মন্ত্রী ছিলেন। কালের কণ্ঠের আট কলামজুড়ে ওই প্রতিবেদনের শিরোনাম ছিল ‘এরাই শেয়ার কেলেংকারির নায়ক।’ এটি ছাপা হওয়ার পর দেশের সব পত্রিকা ওই প্রতিবেদনের সূত্র ধরে ফলোআপ প্রতিবেদন তৈরী হয়। পর পর তিন দিন ধারাবাহিক ভাবে কালের কণ্ঠে প্রধান শিরোনাম হিসেবে প্রতিবেদনগুলো ছাপা হয়। দ্রুতই বিষয়টি ‘টক অব দি কান্ট্রি’ হয়ে যায়। এই প্রতিবেদনটির জন্য কালের কণ্ঠ কর্তৃপক্ষ তাকে পুরস্কার ও সম্মাননা দেয়।

কালেরকণ্ঠের মতই এবার বাজারে নতুন টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টিফোর’ আসলে আবারো আমন্ত্রণ পান ফারুক মেহেদী। এবার আরো বড় পদ, বড় দায়িত্ব দিয়ে তাকে সম্মানিত করা হয়। এক পর্যায়ে কালের কণ্ঠ ছেড়ে আবারও তিনি ফিরে যান টেলিভিশন সাংবাদিকতায়। যোগ দেন নতুন সমপ্রচারে আসা সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টিফোর’ টিভিতে।

চ্যানেল টোয়েন্টিফোরে বিজনেস বিটের প্রধান তথা বিজনেস এডিটর হিসাবে যোগদান করলেও সাংবাদিকতার নেশা তিনি ছাড়তে পারেননি। বিজনেস বিট পরিচালনা, সাংবাদিকদের এসাইনমেন্ট দেয়া, সমন্বয় করা, বুলেটিন এর রানডাউন তৈরী, টকশো উপস্থাপনা, প্রোগ্রাম প্ল্যানিংয়ে ব্যস্ত হয়ে গেলেও নিয়মিত অনুসন্ধানী প্রতিবেদন তৈরী করে গেছেন তিনি।

তার বেশির ভাগ রিপোর্টই ছিল রাজস্ব ফাঁকি নিয়ে। এসব রিপোর্ট রাজস্ব খাতে সুশাসন ও নজরদারি বৃদ্ধি, মুদ্রা পাচার রোধ, রাজস্ব আয় বাড়ানোতে সহায়তা করা ও করদাতাদের সচেতন করায় অবদান রাখায় বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর তাকে ২০১৭ সালে জাতীয় ভাবে রাজস্ব খাতের সেরা সাংবাদিকের পুরস্কার ও সম্মাননা দেয়। এক সময় তার হাজার কোটি টাকার মুদ্রা পাচার নিয়ে একটি অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদন বেশ আলোচনার জন্ম দেয়। পরে এই প্রতিবেদনের জন্য তিনি রির্পোটারদের জাতীয় পর্যায়ের সেরা সংগঠন ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’ এর সেরা সাংবাদিকের পুরস্কারও অর্জন করেন।

 

চ্যানেল টোয়েন্টিফোরে তিনি বিজনেস এডিটর হিসেবে নিয়মিত একটি বিজনেস শো সঞ্চালনা করেন। সপ্তাহে একদিন করে সরাসরি সমপ্রচারিত ‘টুওয়ার্ডস গ্রোথ’ নামের ফ্ল্যাগশিপ এ বিজনেস শো’তে অতিথি হিসেবে আসতেন দেশসেরা ব্যবসায়ী, উদ্যোক্তা, অর্থনীতিবিদ, মন্ত্রী, সচিব ও ব্যবসা-বাণিজ্য খাতের সেলিব্রিটি ব্যক্তিত্বরা। টানা ছয় বছর ধরে চলা এর পর্ব ছিল ২৫০টি। এই টকশোর মাধ্যমে সরকারের রাজস্বনীতি, মুদ্রা নীতি, আর্থিক খাতের নানা চিত্র জনগনের কাছে পৌছায়। তাছাড়া, অনুসন্ধানী সাংবাদিকতায় পাওয়া তথ্যকে কাজে লাগিয়ে তিনি সরাসরি সরকারের দায়িত্ববান ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনেন। বাংলাদেশ সরকারের রাজস্ব আহরন বৃদ্ধিতে তার প্রতিবেদনগুলোর ভূমিকা অনন্য।

এর বাইরেও তিনি অনিয়মিত ভাবে রাজনৈতিক টকশো ’মুক্তবাক’ও সঞ্চালনা করেন। একই সময়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েও বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভার করেন। বিজনেস এডিটর হিসেবে প্রতিদিন তিনটি বিজনেস বুলেটিন, প্রতিদিন একটি বিজনেস টকশো এবং সপ্তাহে একদিন একটি বিজনেস শো তার নেতৃত্বে সমপ্রচারিত হয়েছে।

চ্যানেল টোয়েন্টিফোরের সাথে আট বছরের পথচলা শেষ করে তিনি সিনিয়র বিজনেস এডিটর হিসেবে আবারও যোগ দেন দৈনিক কালের কণ্ঠে। সেখানে তিনি বাণিজ্য বিভাগ পরিচালনা, নিয়মিত বিজনেস পাতা বের করার পাশাপাশি নিজেও বিশেষ রিপোর্ট করা, বিশেষ সংখ্যা বের করা, সপ্তাহে একদিন ১৬ পৃষ্ঠার একটি ট্যাবলয়েড বের করা, ডিজিটাল ও মাল্টিমিডিয়া শো সঞ্চালনা করেছেন। সাংবাদিকতার কাজে তিনি জাপান, আমেরিকার, ইংল্যান্ড, কাতার, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমন করেন। এসব দেশ ভ্রমনে গিয়ে তিনি বাংলাদেশের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড প্রবাসীদের দুর্বিষহ কষ্টের জীবন, তাদের আশা-আকাঙ্ক্ষা বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন। তার প্রতিবেদনের পরে সরকার প্রবাসীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে। তাছাড়া তিনি বহির্বিশ্বে বাংলাদেশের সম্ভাব্য শ্রমবাজারের বিষয়েও প্রতিবেদন করেন।

 

কালের কণ্ঠের পর তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন নতুন ভাবে বাজারে আসা দৈনিক আজকের পত্রিকায়। সেখানে সম্পাদকীয় বিভাগে তিনি সমসাময়িক বিষয়ে নিয়মিত কলাম লিখেন। পাশাপাশি বিজনেস ডেস্কেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একাধারে বিজনেস টিম পরিচালনা ও নিজেও প্রচুর বিশেষ রিপোর্ট করেন। এক পর্যায়ে তিনি পত্রিকাটির উপসম্পাদক হিসেবে পদোন্নতি পান।

আজকের পত্রিকায় তিন বছরেরও বেশি সময় কাজ শেষ করে

বর্তমানে তিনি কালেরকণ্ঠ পত্রিকার বার্তা প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার সংবাদ ব্যবস্থাপনা, স্ক্রিপ্ট সম্পাদনা, পত্রিকা প্রকাশ, কর্মীদের কাজের মূল্যায়নসহ সার্বিক বিষয় তদারকি করছেন। এসবের বাইরে তিনি সমসাময়িক বিষয়ে মন্তব্য প্রতিবেদনও লিখে থাকেন। যা সমাজে ও সরকারের নীতি-নির্ধারকদের মধ্যে নীতি প্রণয়নে সহায়তা করছে।

সাংবাদিকতার পাশাপাশি ফারুক মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডজাংক্ট ফেকাল্টি বা খন্ডকালিন শিক্ষক হিসেবে পড়িয়েছেন। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বিজনেস সাংবাদিকতার ওপর একটি পূর্ণ কোর্স পড়িয়েছেন।

বিজনেস সাংবাদিকতার প্রিয়মুখ ফারুক মেহেদী বিভিন্ন টেলিভিশনের টকশো’র নিয়মিত আলোচক। বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশনে ব্যবসা, বাণিজ্য অর্থনীতির পাশাপাশি রাজনীতির বিভিন্ন জটিল বিষয়ের টকশোতে অংশ নিয়ে দেশ ও জনগণের স্বার্থে কথা বলে থাকেন।

প্রামান্য চিত্র নির্মাণেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তার বেশ কিছু প্রামান্য চিত্র দেশে বিদেশে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। বাউল সম্রাট শাহ আবদুল করিমের জীবন ও কমের্র ওপর নির্মিত প্রামাণ্য চিত্র ‘শিকড়’ দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। সৃজনশীল প্রামাণ্য চিত্রের পাশাপাশি তিনি করপোরেট প্রামাণ্য চিত্রও নির্মাণ করে থাকেন। সাংবাদিকতা নিয়ে তার লেখা গ্রন্থ ‘টেলিভিশন সাংবাদিকতা: দেখা থেকে লেখা’ সাংবাদিকতার শিক্ষার্থীদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। তার প্রকাশিত বেশ কিছু গ্রন্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে স্থান পেয়েছে এবং শিক্ষার্থীদের রেফারেন্স বুক হিসেবেও এগুলো পঠিত হচ্ছে। ইংরেজিতে প্রকাশিত তার সম্পাদিত ‘গ্লোবাল লিডার’ গ্রন্থটি বিশ্বখ্যাত ইকমার্স প্ল্যাটফর্ম ‘অ্যামাজন ডটকম’ এ তালিকাভূক্ত এবং এর মাধ্যমে বিশ্বব্যাপী বাজারজাত হচ্ছে। চলতি বছর প্রকাশিত সমসাময়িক বিষয় নিয়ে তার লেখা কলাম সমগ্রের সংকলন গ্রন্থ ‘এক মেন্যুতে লাঞ্চ, ডিনার-ব্রেকফাস্ট’ পাঠকপ্রিয়তা পেয়েছে। এই গ্রন্থটি বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় লাইব্রেরিতেও স্থান পেয়েছে।

লেখক:
আবুল হাসনাত আশিক
গণমাধ্যমকর্মী

আর পড়তে পারেন