সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বইমেলায় সীমান্ত আকরামের প্রবন্ধগ্রন্থ ‘সংস্কৃতি ও নজরুল’

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৮, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অন্তর্নিহিত গদ্যকার সীমান্ত আকরাম প্রবন্ধগ্রন্থ ‘সংস্কৃতি ও নজরুল’।

যাপিত জীবনে আত্মধ্যানে সাহিত্যে নিবিষ্ট এ স্বাপ্নিক গদ্যকার শব্দের প্রাঞ্জলতায় শিল্পের নান্দনিক দিকগুলো স্বাচ্ছন্দ্যে প্রকাশ করে থাকেন। কাজী নজরুল ইসলামের সংস্কৃতিমানস, সংস্কৃতিক চিন্তা—চেতনা, সংস্কৃতিচর্চা ইত্যাদি বিষয়গুলো শৈল্পিকভাবে এ গ্রন্থে প্রস্ফুটিত হয়েছে। শেকড় অনুসন্ধিৎসুক এ গদ্যকার তুলে আনে দেশীয় সংস্কৃতির নিত্যনতুন উপাদান।

ইতিপূর্বে সীমান্ত আকরামের প্রকাশিত প্রবন্ধগ্রন্থ ‘নক্ষত্র বিভাব’, ‘সংস্কৃতির চালচিত্র’, ‘আকাশ আমায় ভরল আলোয়’ পাঠক মহলে সমাদৃত। তিনি ১৯৯০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে সম্পাদনা করেছেন ‘ক্যাম্পাস আড্ডা’, বর্তমানে সাহিত্য পত্রিকা ‘কাঠপেন্সিল’ সম্পাদনা করছেন। লেখালেখির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সরব উপস্থিতি। ‘সংস্কৃতি ও নজরুল’ গ্রন্থটি ইতিমধ্যে প্রিয় বাংলা পাণ্ডুলিপি বিজয়ী হয়েছে। বইমেলায় প্রিয় বাংলা প্রকাশনীর ৫৯৭—৫৯৮ নং স্টলে পাওয়া যাচ্ছে।

আর পড়তে পারেন