রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২২, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:

জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের স্মরণে ওই সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তব্যের এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা এ দেশকে বাসযোগ্য করে দিয়ে গেছেন, তাদের আমরা স্মরণ করি। আজকে আমরা একটি নষ্ট সমাজে বসবাস করছি।’

তিনি বলেন, ‘অনেকে জানেন না ফ্যাসিবাদ কী? নিরীহ মানুষদের ধরে ধরে জঙ্গি বানানো হয়। জঙ্গি ও সন্ত্রাসবাদ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এ দেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান। এটা তো তাদের কোনো অপরাধ নয়।’

ছাত্রদলের নেতাদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীদের আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছে পুরনো কয়েকটি অস্ত্র পায়, মনে হয় অনেকদিন মাটির নিচে পুঁতে রাখা তাই বের করে আনা হয়েছে। এ রকম মিথ্যা অপবাদ, অপপ্রচার চালাচ্ছে সরকার।’

আর পড়তে পারেন