বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ -চান্দিনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ফিজার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৭, ২০১৮
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। মানসম্মত শিক্ষাই সরকারের প্রত্যাশা।’

শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লার চান্দিনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর উদ্যোগে আয়োজিত মা, অভিভাবক ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৭৬ লক্ষ টাকা অর্থায়নে মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন শেষে মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেন প্রধান অতিথি।

মন্ত্রী ফিজার আরও বলেন, ‘শিক্ষকদের সমস্যার কথা চিন্তা করে দেশরতœ শেখ হাসিনার সরকার সময়োপযোগী এবং প্রত্যাশার অতিরিক্ত বেতন-ভাতা দিচ্ছে। শিক্ষকদেরকে দরদ দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে হবে। ’ মন্ত্রী এসময় প্রাথমিক বিদ্যালয় গুলোকে স্থানীয়ভাগে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় করে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. সুলতান মিয়া, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ্ উদ্দিন, মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ্, মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, শিক্ষক নেতা দেলোয়ার হোসেন মজুমদার, শিবানী চক্রবর্তী।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় দপ্তর সম্পাদক কমল বক্সী ও শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন সিদ্দিকী, পিটিআই সুপারভাইজার হারুনুর রশিদ ভূইয়া, চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ্ আল মামুন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

ই-মেইলে ছবি আছে

আর পড়তে পারেন