মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ার লক্ষীপুর ইউনিয়নে ৫টি ভোটকেন্দ্র দখলের আশংকা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ন । এ ভোটকেন্দ্রগুলো দখলের পায়তারা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আগামী ২৮ নভেম্বর এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় একাধিক সূত্র ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের (আনারস) সমর্থক ও ভোটাররা জানান, এই ইউনিয়নের নলুয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাচথুবী দাখিল মাদ্রাসা, পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়,দলিয়ামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে নৌকার সমর্থকরা।  এতে করে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ বিঘ্নিত হতে পারে।

জানা যায়,এই ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের বসিয়ে দেয়া হয়েছে। যাতে করে কেন্দ্র দখল করতে সহজ হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক জানান, বেশ কয়েকটি ভোটকেন্দ্র দখলের পায়তারা চলছে। আমার ভোটার, এজেন্টদের হুমকি প্রদান করা হচ্ছে। সুষ্ঠু ভোটের আয়োজন করার জন্য  প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি।

 

আর পড়তে পারেন