শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০২০
news-image

এমডি. আজিজুর রহমান,বরুড়াঃ

কুমিল্লার বরুড়ার শুশুন্ডা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা গেছে, আনুমানিক রাত ২ টার দিকে শুশুন্ডা গ্রামের মৃত- আজগর আলীর ছেলে মোকলেছুর রহমানের বসতঘরের উত্তরপার্শ্বে লাকরির স্তুপে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার ষ্ট্যাশন মাস্টার ইয়াছিন ইকবাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ভোক্তভোগীর অভিযোগ, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে নয়,পূর্ব শত্রুতার জেড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গত ৫/৬ দিন পূর্বে একই স্থানে আগুন লাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো।অগ্নিকান্ডের ঘটনায় আমি সর্বশান্ত হয়ে গেছি।আমার বসতঘরের সকল মালামাল ও নগদ ৩ লক্ষ টাকাসহ প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের প্রতি এ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক বিচার দাবী করছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

আর পড়তে পারেন