বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যথাযত মর্যাদায় কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৪, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

যথাযত মর্যাদায় কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে কুমিল্লা নগর উদ্যানস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এর দায়িত্বে থাকা) মো:আব্দুল্লাহ্ আল মামুন, কুমিল্লা এনএসআইয়ের যুগ্ম পরিচালক গাজী মোঃ আলীম উদ্দিন,  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান, কুমিল্লার অতিঃ পুলিশ সুপার (সদর) তানভীর সালেহীন ইমনসহ বীর মুক্তিযোদ্ধারা।

এসময় বিউগলে করুণ সুর বেজে উঠে। পরে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়া মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ।

বঙ্গবন্ধু ম্যুরাল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ব ও শহীদ ডিসি সামছুল হক খান স্মৃতি ভাস্কর্য এবং শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ স্মৃতি ভাস্কর্যসহ বিভিন্ন স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্যে পুস্পস্তবক অপর্ণ করেন।

আর পড়তে পারেন