শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় অপহরণ মামলার বাদিকে হুমকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামী

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১২, ২০১৭
news-image

 

এম.ডি আজিজুর রহমান :
বরুড়ায় মাদ্রাসার ছাত্রীকে অপহরনের মামলার আসামীরা প্রকাশ্যে ঘোরে বেড়াচ্ছে, বাদীকে হুমকি-ধমকি।
জানা যায়, বরুড়া উপজেলার ঝলম ইউনয়নের ঝলম গ্রামের আলী হোসেনের মেয়ে মাদ্রসার ছাত্রী
মুক্তা আক্তার (১৫) গত জুলাই মাসে বেওলাইন মহিলা দাখিল মাদরাসার থেকে ক্লাশ শেষে বাড়ির ফেরার পথে অপহরনের শিকার হয়েছে মর্মে মেয়ের বাবা আলী হোসেন বাদী হয়ে গত ১ই আগষ্ট কুমিল্লা আমলি আদালতে খলারপার গ্রামের প্রবাসী আতিক হোসেনের ছেলে মেহদী হাছান (২৪), মো. মিজানুর রহমান , মো. গোলাম মোস্তফা নামে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি বরুড়া থানায় রুজু করার জন্য ওসি বরুড়াকে নির্দেশ দেন। এরপর ৮ ই আগষ্ট বরুড়া থানায় অপহরন মামলাটি রেকর্ড হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিব ভিক্টিম মুক্তা আক্তারকে চাদঁপুরের মতলব থেকে উদ্ধার করে।
এদিকে অপহরন মামলায় জড়িত আসামী ও পরিবারের অন্যান্য সদস্যরা বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এ মামলায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বর্তমানে মামলার বাদি দিসেহারা হয়ে পড়েছেন , মেয়ে মাদ্রসার যাওয়া বন্ধ করে দিয়েছে ।
এ বিষয়ে বরুড়া থানার এস আই হাবিবুর রহমানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।

আর পড়তে পারেন