শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ইঁদুরের ঔষধ খেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০২১
news-image

 

সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়ায় মারিয়া আক্তার (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ইঁদুরের ঔষধ খেয়ে আত্নহত্যা করেছে।

রবিবার (২১ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় ইঁদুরের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে গেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

মারিয়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের সাইলচৌঁ গ্রামের জসিম উদ্দিন ও মোছেনা বেগমের মেয়ে। একই বাড়ির আবাদ মিয়ার ভাগনী।

মারিয়া মামার বাড়িতে থেকে বরুড়া উপজেলার শীলমুড়ি আর আর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় সম্ভবত মানসিক বিষন্নতা থেকে মেয়েটি ইঁদুরের ঔষধ খেয়ে ফেলে। উদ্ধার করে বরুড়া উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেয়েটির ছোটবেলা থেকেই বাবা মা না থাকায় মামা আবাদ মিয়া তাকে লালন পালন করে আসছে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ পাল আজকের কুমিল্লাকে বলেন, মেয়েটি সম্ভবত মানসিক বিষন্নতা থেকে এ কাজ করতে পারে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন