শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের স্বীকৃতি উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০১৭
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করায় সারাদেশের ন্যায় বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্দুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন করে এক বর্নাঢ্য র‌্যালী বাহির করা হয়। র‌্যালীটি বরুড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শে হয়।

এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর-মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম মিলন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ.কে.এম সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রোটাঃ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার তারেক মাহমুদ, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান প্রমুখ। র‌্যালীতে বরুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

আর পড়তে পারেন