শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় গণপিটুনিতে চোরের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৯, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় গণপিটুনিতে জামাল হোসেন (৩৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে।

জেলার বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের দীঘলগাঁও গ্রামে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের মুগুজী গ্রামের আম্বর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দীঘলগাঁও গ্রামের কামাল হোসেন, আবদুর রশিদ ও আবু তাহেরের বসত ঘরে সিঁদকেটে চুরি করে পালাচ্ছিল। এ সময় রাত ১টার দিকে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে ওই গ্রামের ঈদগাহ মাঠে ফেলে রাখে। শুক্রবার সকালে গ্রাম পুলিশের সহায়তায় মিজানকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুরে সে মারা যায়।

সন্ধ্যায় বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আর পড়তে পারেন