শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় জীবনশৈলী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৭, ২০২১
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া :

বরুড়ায় জীবনশৈলী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০ টার দিকে বরুড়া উপজেলা অডিটোরিয়ামে সংগঠনের প্রধান নির্বাহী ও সাবেক সভাপতি ডা. কাজী শিহাব উদ্দিন পিয়েলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধাণ এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ ইকবাল হোসেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ মাসুদ হাসান গাজী ও বরুড়া উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা ইলিয়াছ মিয়া।

আমন্ত্রিত স্বেচ্ছাসেবী অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রক্তদাতা জনাব জাবেদ নাছিম দাদু এবং বাংলাদেশের সর্বোচ্চ তৃতীয় রক্তদাতা সোহেল আলম দাদু।

অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন শৈলী সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ হারেছ, ডা: মোঃ ইরফান শিহাব, ডা: মাহমুদ সুলতান সালমা, ইঞ্জিনিয়ার এমরান হোসেন হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন জীবন শৈলী বরুড়া সংগঠনের  সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সাধারণ  সম্পাদক মোহাম্মদ রাকিব হাসান, সি: সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক হোসেন, সহ-সভাপতি মোঃ মাঈনউদ্দিন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তুহিন, সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন , প্রচার সম্পাদক মোল্লা মোমরেজ , ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কুমিল্লা-বরুড়া ও বিভিন্ন উপজেলার ৪০টি সংগঠনকে মানব সেবায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক দেওয়া হয়।

আর পড়তে পারেন