শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ঝগড়া থামাতে গেলে গরম পানি ঢেলে শরীল ঝঁলসে ফেলার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২, ২০২১
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে মোঃ সাদ্দাম (২৯) নামে এক যুবকের গায়ে ভাত রান্না করার গরম পানি ঢেলে ঝঁলসে ফেলে মোঃ হারুন (৪০) নামে এক ব্যাক্তি।

সোমবার (০১ মার্চ) রাত ৮টায় উপজেলার ৩নং খোশবাস উত্তর ইউনিয়নের রামমোহন বাজারে রমিজ মিয়ার চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

আহত সাদ্দাম হোসেন রামমোহন এলাকার গোপাল নগর গ্রামের মোঃতাজুল ইসলামের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আক্রমণকারী দুর্বৃত্ত হারুন একই বাড়ির মৃত: দুদ মিয়ার ছেলে।

আহতের পরিবারের সূত্র থেকে জানা যায়, সোমবার রাতে স্থানীয় রামমোহন বাজারের রমিজ মিয়ার চায়ের দোকানে কাটাখোলা গ্রামের সাথে পানি পাড়া গ্রামের লোকদের ঝগড়া চলছিল। দুপক্ষের ঝগড়া থামাতে গিয়েছিলো সাদ্দাম। এ সময় গোপালনগর গ্রামের হারুন মিয়া দোকানে ভাত রান্নার গরম পানি এনে সাদ্দামের গায়ে ঢেলে দেয়।এতে সাদ্দামের পুরো শরীল ঝঁলসে যায়।আহত সাদ্দামকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।তার অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে আহতের ছোট ভাই ও রামমোহন বার্তার সম্পাদক সুমন জানান, আমার ভাইয়ের অবস্থা আশংকাজনক।আমরা এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।।

আর পড়তে পারেন