বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ড. আক্তারুজ্জামান ভূইয়া দাতব্য চিকিৎসালয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৪, ২০২০
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় ড. আক্তারুজ্জামান ভূইয়া দাতব্য চিকিৎসালয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জনের নির্দেশে বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে আগেই ভূয়া চিকিৎসক শহীদ উল্লাহ ভূইয়া পালিয়ে যায়। অভিযানের সময় উপস্থিত ছিলেন ডা. সহিদুল ইসলাম ফরহাদ, ডা. ভাস্কর কিশোর মজুমদার ও স্যানিটারি ইন্সফেক্টর শরিফুল ইসলাম।

জানা গেছে, উপজেলার খোসবাশ (উঃ) ইউনিয়নের কেমতলী গ্রামের বাসিন্দা ও আমেরিকা প্রবাসী ড. রোকেয়া আক্তার এলাকার গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা প্রদানের জন্য আক্তারুজ্জামান ভূইয়া দাতব্য চিকিৎসালয় নামে ২০১৮ সালে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

ডা. রোকেয়া আক্তার দীর্ঘ সময় আমেরিকা থাকার কারনে এ প্রতিষ্ঠানটি দেখা শোনা করার জন্য শহীদ উল্লাহ ভূইয়াকে দায়িত্ব প্রদান করেন। এ সুযোগকে কাজে লাগিয়েছে শহিদ উল্লাহ। সে দাতব্য চিকিৎসালয়ে সপ্তাহে একদিন একজন এম.বি.বি.এস চিকিৎসক নিয়ে আসে, আর বাকি ৬দিন সে নিজেই ডাক্তার বনে যায়। সে রোগীদের ভীড়ের ছবি তুলে আমেরিকার দুই প্রবাসী চিকিৎসকের কাছে পাঠিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এরিই ধারাবাহিকতায় গত বুবধবার কুমিল্লা জেলা সিভিল সার্জনের নিদের্শে ও বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিশাত সুলতানার সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানে সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের খবর পেয়ে আগেই ভূয়া চিকিৎসক শহীদ উল্লাহ ভূইয়া পালিয়ে যায়।

এ বিষয়ে ডা. নিশাত সুলতানা বলেন, দাতব্য প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। দাতব্য প্রতিষ্ঠানের জমি ওয়াকফ হতে হবে। প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকতে হবে। এছাড়াও আরো অনেক নিয়মনীতি আছে, সেগুলো ঠিক আছে কিনা যাচাই করতে, গত বৃহস্পতিবার ড. আক্তারুজ্জামান ভূইয়া দাতব্য চিকিৎসালয় কতৃপক্ষকে বৈধ কাগপত্র চেয়ে নোটিশ প্রেরণ করেছি। কাগজপত্র যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন