শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় পূর্ব শত্রুতার জেরে নারীসহ দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩, ২০২০
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় পূর্ব শত্রুতার জেরে নারীসহ দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) রাত আনুমানিক ৮ টার দিকে বাড়ির পার্শ্বে রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাজেদা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বরুড়া থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খোশবাস (উঃ) ইউনিয়নের শাহাপুর গ্রামের আঃ ওয়াদুদ ও তার স্ত্রী সাজেদা বেগমের সাথে একই বাড়ির মনির হোসেন গংদের সাথে না না ধরনের বিরোধ চলে আসছিলো। পূর্ব থেকে সাজেদা বেগমকে মনির গং জমি সংক্রান্ত ও ছোট খাটো বিষয় নিয়েও একাধিবার মারধরসহ হয়রানি করার অভিযোগ রয়েছে।

স্থানীয়ভাবে একাধিকবার শালিস দরবার করেও কোনরকম প্রতিকার পায়নি সাজেদা বেগম। পূর্ব বিরোধের সূত্র ধরে, মনির গং গত ২৫ আগষ্ট সাজেদা বেগমের স্বামীর ক্রয়কৃত সম্পত্তিতে রোপনকৃত বিভিন্ন প্রজাতির ৫/৬ টি চারা গাছ কর্তন করে। কি কারনে গাছ কর্তন করেছে সে বিষয়ে সাজেদা বেগম জানতে চাইলে মনির গং বিভিন্ন অশালিন ভাষায় গালমন্দ করেন। পরে গাছ কাটার বিষয়কে কেন্দ্র করে ২৭ আগষ্ট রাত আনুমানিক ৮ টার দিকে বাড়ির পার্শে রাস্তার উপর সাজেদা বেগম ও তার স্বামী আঃ ওয়াদুদ মিয়াকে একই বাড়ির আঃ মালেকের ছেলে মনির হোসেন (৪০), মৃত- ইজ্জত আলীর ছেলে আবদুল মালেক (৬৫), আবদুল মজিব ও তার ছেলে শরিফসহ অজ্ঞাত ২/৩ জন লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে সাজেদা বেগমের শরীরে বিভিন্ন স্থানে থেতলিয়ে নিলা ফুলা জখমের সৃষ্টি হয়। বর্তমানে সাজেদা ও তার স্বামী বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।

এ ব্যাপারে সাজেদা বেগম জানান, মনির হোসেন গং দীর্ঘদিন যাবৎ আমার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। আমার ছেলেরা প্রবাসে থাকার কারনে পূর্বেও বহিরাগত লোক দিয়ে আমাকে মারধর করে। সামাজিকভাবে বিচার করা হলেও তারা তা মনে রাখে না। মনির গং আমার পুকুরের পারের ছাড়া গাছ জোড় করে কর্তন করায় আমি প্রতিবাদ করেছি। উল্টো তারা আমাকে এবং আমার স্বামীকে বেধরক মারধর করেছে। আমি আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের সকলের দৃষ্টান্তমূল শাস্তি কামনা করছি।

এ বিষয়ে জানতে মনির হোসেনের মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ করে মনির হোসেন নয় বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে সাবেক চেয়াম্যান আঃ ওয়াদুদ জানান, আমি উভয় পক্ষের সমস্যা নিরসনের লক্ষ্যে স্থানীয়ভাবে মিমাংশার জন্য উদ্যোগ নিয়েছি। ভিক্টিম সুবিচার পাবে বলে তিনি সাংবাদিকদেও জানান।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের এসআই বিকাশ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন