মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন বকতার হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১, ২০২১
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া পৌরসভার মেয়রের দায়িত্ব অর্পন ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বরুড়া পৌরসভা কার্যালয়ে পৌরসভার ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণ করেন বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নব নির্বাচিত মেয়র বকতার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিংকন, পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক আবদুর রশিদ, মুফতি আলী আকবর ফারুকী, ডা. তপন, কাউন্সিলর আবুল কাসেম ভূইয়া, আলমগীর হোসেন, শাহিনুর আলম, মিনোয়ারা আক্তার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গালিমপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কাউছার, নব নির্বাচিত কাউন্সিলর মোঃ মোঃ শাহজান, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহফুজুর রহমান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ জামাল উদ্দিন, বিল্লাল হোসেন।

নব নির্বাচিত বকতার হোসেন বলেন, বরুড়া পৌরসভা অনেক পিছিয়ে গেছে। দুই একটি রাস্তা ছাড়া, অধিকাংশ রাস্তা ঘাট, কালভার্ট, ড্রেন সহ বিভিন্ন অবকাঠামোর কোন উন্নয়ন হয়নি। আপনারা আমাকে পৌরসভা মেয়রের দায়িত্ব অর্পণ করেছেন। এ দায়িত্ব যথাযথভাবে পালন করবো। বরুড়া পৌরসভার বিভিন্ন রাস্তা ঘাট, কালভার্ট, ড্রেন ও ডাষ্টবিন করাসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করবেন বলে গণমাধ্যকে জানান।

আর পড়তে পারেন