বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় বৈশাখী মেগা কুইজ প্রতিযোগিতা ১৪২৬ পুরস্কার বিতরন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৭, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাসের রামমোহন বাজারস্ত শাকি লাইব্রেরীর স্বত্বাধিকারী মোঃ ইউনুছ খানের উদ্যেগে শাকি লাইব্রেরীর ১০ বছর পূর্তি উপলক্ষে বৈশাখী মেগা কুইজ ১৪২৬ দশে দশ উপলক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।আশে পাশের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহন করে।

তাদের মধ্য থেকে সেরা তিনজনকে প্রথম,দ্বিতীয়,৩য় স্থান অর্জনসহ সর্বমোট পন্ঞাশ জনকে পুরস্কার দেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম,৩নং উঃ খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার,রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ পদ রায় চৌধুরী,খোশবাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আবেদীন মাহতাব,মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল হক,এস এস গ্রুপের উদ্যেক্তা শামীম,বার্ডের সিবিএ নেতা নজরুল ইসলাম ও খোশবাস ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তা বাদী দলের সভাপতি গোলাম মোস্তফা শিপু ভূইয়াসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানের সেরা তিন কুইজ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

এ বছরের সেরা তিন দশে দশ কুইজ বিজয়ী শিক্ষার্থী হলেন,রামমোহন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী সাবিকুন্নাহার ইভা। সে প্রথম পুরস্কার হিসেবে দশ হাজার টাকার বইসহ ক্রেস্ট পেয়েছে।দ্বিতীয় পুরস্কার পেয়েছে ঝলম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী জিন্নাত হানিফ পরি।সে পেয়েছে তিন হাজার টাকার বইসহ ক্রেস্ট।৩য় পুরস্কার পেয়েছে বড়হাতুয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির শিক্ষার্থী জাকিয়া সুলতানা।

আর পড়তে পারেন